Παρασκευή 26 Ιουλίου 2024

POETRY By Mridula Bhattacharjee

 

বিস্ময় / 
         মৃদুলা ভট্টাচার্য।

সমগ্র পৃথিবীর একই ছাদের নীচে বসে 
আপন মনে যে শিশুটি খেলা করছিল 
তার পাশ দিয়ে ছুটে যায় মৃত্যু মিছিল
অথচ শিশুটি জানেনা, এ কিসের মিছিল...
চেয়ে থাকে অবাক বিস্ময়ে...
নীল আকাশের নীচে  মায়ের কোলে বসে 
আপন মনে খেলা করছিল যে শিশুটি,  
সে জীবনের এক কিংবা দুই বছর অতিক্রম করেছে...
এখনও বসে আছে ওই আকাশের নীচে...
অথচ জানেনা সে,  তার পাশে মায়ের নিথর  দেহ ...
জানেনা, তার মা যে আর বুকে জড়িয়ে ধরবেনা...
খেলা করতে করতে মায়ের নিথর দেহে 
ভর করে ঘুমিয়ে পড়ে যে শিশুটি,  
তার পাশ দিয়ে ছুটে চলে  মৃত্যু মিছিল , 
ছুটে চলে অজস্র রাবার বুলেট...
চারদিকে বারুদের কালো ধোঁয়া আচ্ছন্ন,
অথচ শিশুটি ঘুমিয়ে আছে মায়ের বুক জড়িয়ে।
তাঁর চারপাশে হিংস্রতার কোলাহল, মানুষের আর্তনাদ, 
শিশুটি ভয়ে জেগে ওঠে,  মাকে জড়িয়ে ধরে...
অথচ মা যে চিরনিদ্রায় শায়িত তা জানেনা শিশুটি। 
যে শিশুটি ক্ষুধা তৃষ্ণায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে
মায়ের শায়িত নিথর শরীরের কাছে...
মানুষের আর্তনাদ হিংস্রতায় তীব্র হয় 
কোলাহলে জেগে ওঠে ঘুমন্ত শিশুটি...
সেই শিশুটি  আপন মনে বসে খেলা করে 
মায়ের আঁচলে খোলা আকাশের নিচে...
চারদিকে বিদ্বেষে হিংস্রতার আর্তনাদ ছড়ায় 
আড়ালে ভগবান, আল্লাহ, গড  হাসেন...
পৃথিবীর একই নীল ছাদের নীচে, একই উঠোনে 
যারা ধর্ম ও জাতি নিয়ে বিভেদ সৃষ্টি করে 
তাঁরা পৃথিবীতে নিজেদের জীব শ্রেষ্ঠ ভাবে, 
অথচ তারাই আজ  নিকৃষ্ট জীব...
মানুষ নামের কলঙ্ক...
মানবতার কলঙ্কিত অধ্যায়ের সূচক
একে অপরকে হিংসা করে, 
বিদ্বেষ বিষ ছড়ায়। 
পৃথিবীর এক একটি কোণে হানাহানি মারামারির 
বারুদ ছড়ায়  
নিজ স্বার্থে চাহিদা আর চাহনির তীব্রতায় 
 নিজের রক্ত নিজেই ঝরায় নির্দ্ধিধায়...
সবুজ পৃথিবীকে রক্তমাখা করে  চাহিদা পূরণে।
অথচ, যারা প্রতিহিংসায় ব্যস্ত তারা জানেনা 
শিশুটির আর্তনাদ, 
তাঁরা জানেনা  মায়ের বুক 
যে শিশুটির  নিভৃত আশ্রয়।
*****
©® মৃদুলা ভট্টাচার্য
শিলচর - ২৪/০৭/২০২৪ ।
আসাম। ভারত।‌

🌸


Amazement /
                 Mridula Bhattacharjee.

The entire world's  under one's blue roof ...
The child  was playing in the mind 
under the roof. ..
The procession of death rushes past him  
But the child does not know what this procession is about ...
Looking in amazement ...
Child Sitting on mother's lap under the blue sky  
The child  was playing in his/her mind ,  
Children have passed a year or two of  life...
The child is still sitting under that sky ...
But  doesn't know, his/her mother's 
frozen body next to  him...
Don't know,  my  mother will not hug him anymore ...
Mother's frozen body while playing ...
The child who fell asleep ,  
Death marches by the  side , 
A lot of rubber bullets are running ...
The black smoke of gunpowder is  everywhere.
But the child is sleeping on the mother's chest .
Around him the tumultuous of violence, 
the cries of men and humanity 
The child wakes up in fear, hugs the mother ...
But the child does not know that's 
 the mother is in eternal sleep . 
The child who cries from hunger 
and thirst falls asleep...
Near the frozen body of the mother.
The cries of the people intensified with violence  
The sleeping child wakes up in the noise ...
That child plays in their own minds 
Mother's  arms under the open sky ...
The cries of hatred and violence spread everywhere 
God laughs behind the scenes ...
Under the same blue roof of the world, 
in the same yard...  
Those who create  differences on religion and caste  
They live their lives best on earth , 
But they are  the worst creatures today ...
The stigma of people's names ...
Indicators  of humanity's  tainted chapter 
envy each other , 
Hate spreads poison in . 
In one corner of the world, 
the ammo of fights spreads   
In the intensity of demand and observation 
 for their own interests  
One's own blood  shreds its own determinations...
Green makers  the world bleed  meet demand  .
However, those  are busy  with revenge  
They do not know the cry of the child,   
They do not know that mother's chest  
The shelter of the child.
*****
©® Mridula Bhattacharjee
Silchar, 24/07/2024
Assam, India.










Δεν υπάρχουν σχόλια:

Δημοσίευση σχολίου